Dr. Neem on Daraz
Victory Day

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৬:৩৪ পিএম
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড

ছবিঃ সংগৃহীত

ঢাকা: প্রথম টি-২০ ম্যাচে তিন রানে হেরেছিল আয়ারল্যান্ড। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই দাপটের সাথে ঘুরে দাড়ালো আইরিশরা। রোববার ডাবলিনে পাচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সিরিজে এখন ১-১ সমতা।

আগে ব্যাট করেতে নেমে জিম্বাবুয়ে করে ৫ উইকেটে ১৫২ রান। জবাবে আয়ারল্যান্ড জয়ের বন্দরে পৌঁছায় নয় বল হাতে রেখে। উইকেট পড়ে তিনটি।

জয়ের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডকে জয়ের ভিত্তি গড়ে দেয় ওপেনিং জুটি। স্টারলিং এবং ও ব্রায়েন জুটি করে ৫৯ রান। ৩৭ রান করে স্টারলিং বার্লের শিকার হলেও ফিফটি করে সাজঘরে ফেরেন কেভিন ও ব্রায়েন। ৪১ বলে তিনি করেন ৬০ রান। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ১১ বলে পাঁচ রান করে ফিরলেও ডকরেলের ৩৩ রানের অপরাজিত ইনিংস দলকে পাইয়ে দেয় দাপুটে জয়। পাঁচ রানে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। বল হাতে জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল দুটি ও তেন্দাই চাতারা এক উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ অর্ডারের কেউ তেমন জ্বলে উঠতে পারেনি। যা করার করেছেন মিডল অর্ডারের মিল্টন শুম্বা ও রায়ান বার্ল। এই দু’জনের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি জিম্বাবুয়েকে এনে দেয় চ্যালেঞ্জ দেয়ার মতো স্কোর।

২৭ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন শুম্বা। চারটি চারের পাশাপাশি তিনি হাকান দুটি ছক্কা। ৩৩ বলে তিন চার ও দুটি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন বার্ল। অধিনায়ক ক্রেইগ আরভিন ১২ বলে করেন ১৫ রান।

ওপেনার মাধেবের ২১, মারুমানি ১১, রেগিস চাকাভা ১০ রান করেন। বল হাতে আয়ারল্যান্ডের হয়ে চার ওভারে ২০ রানে তিন উইকেট নেন শেন গেটকাটে। এক উইকেট পান বেন হোয়াইট।

আগামী ১ সেপ্টেম্বর তৃতীয় টি-২০। ২ ও ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রম চতুর্থ ও পঞ্চম টি -২০ ম্যাচ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে