Dr. Neem on Daraz
Victory Day

দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ১১:৪৪ এএম
দশজনের চেলসিকেও হারাতে পারেনি লিভারপুল

ঢাকাঃ শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। ঘরের মাঠে দশজনের চেলসির বিপক্ষেও জয় পায়নি লিভারপুল। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

অবশ্য এই ম্যাচের নায়ক ও খলনায়ক ছিলেন চেলসির রাইট-ব্যাক রিস জেমস। ম্যাচের ২২ মিনিটে তার নেওয়া কর্নার কিক থেকে গোল পায় চেলসি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) গোললাইনের ওপর দাঁড়িয়ে তার করা হ্যান্ডবলে পেনাল্টি পায় লিভারপুল। আর লাল কার্ড দেখেন তিনি। ম্যাচে ফেরে সমতা। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। চেলসি দশজনের দলে পরিণত না হলে হয়তো এই ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় চেলসি। এ সময় কর্নার পায় থমাস তুখোলের শিষ্যরা। কর্নার থেকে জেমসের নেওয়া কিক বক্সের মধ্যে লাফিয়ে উঠে ফ্লিক করেন কাই হাভার্টজ। বল জালে আশ্রয় নেয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের দারুণ একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে গোললাইনের সামনে দাঁড়িয়ে হাতে লাগিয়ে ফেলেন। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। আর জেমসকে সরাসরি লাল কার্ড দেখান। যদিও এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তবে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করে সমতা ফেরান ম্যাচে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে