ঢাকাঃ আফগান যুবাদের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পরবর্তী বিশ্বকাপ প্রস্তুতির মিশন শুরু হওয়ার কথা। সিরিজটি আয়োজিত হবে সিলেটে। ৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথমে ৫টি ওয়ানডে ম্যাচ ও শেষে একটি চারদিনের ম্যাচ সূচিতে আছে।
তবে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের বাংলাদেশ সফরে আসা নিয়েই এখন অনিশ্চয়তা। আআফগানিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আফগান যুবাদের বাংলাদেশ সফরটি এখন আর নিশ্চিত নয়। দেশে ফ্লাইট জটিলতার কারণে সিরিজের ভাগ্য দোদুল্যমান। তাদের বাংলাদেশে উড়াল দেওয়ার সময়ের আগে ফ্লাইট জটিলতার সমাধান হয়ে সিরিজটি নির্দিষ্ট সময়ে আয়োজিত হবে।
প্রসঙ্গত, দুই দিন আগে আফগানিস্তান জাতীয় দলের একটি সিরিজ স্থগিত করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি স্থগিত করার অনুরোধ আফগানিস্তানই করেছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক অবস্থার অবনতি, প্রস্তুতির ঘাটতি, সম্প্রচার জটিলতা ও নির্ধারিত ভেন্যু শ্রীলঙ্কায় করোনাভাইরাস বৃদ্ধি ছিল মূল কারণ।