Dr. Neem on Daraz
Victory Day

ট্রল করার কারও অধিকার নেইঃ মোহাম্মদ মিঠুন


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৩:৪৬ পিএম
ট্রল করার কারও অধিকার নেইঃ মোহাম্মদ মিঠুন

ঢাকাঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ট্রলের শিকার হন তারকারা। খেলোয়াড়রাও এর বাইরে নন। ট্রলের বিষয়ে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘এটা (ট্রল) বেশ অপমানের ব্যাপার যখন মানুষ আপনাকে ঠাট্টার পাত্রে পরিণত করবে। প্রথমত কারোরই এটা করা অধিকার নেই। মানুষ হিসেবে আপনি কখনোই এমনটি সমর্থন করতে পারেন না। আমি শুধু জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বলছি না। এটা সবার ক্ষেত্রেই হয়।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এটা (অনলাইন ট্রল) নিয়ে অনেক কথা বলেছে। তবে কিছুই পরিবর্তন হয়নি। আমাকে নিয়ে যারা উপহাস করে তারা ক্রিকেট কম বোঝে। আমি আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে পারি। তবে আপনি কি সবকিছুকে উপেক্ষা করতে পারবেন? আপনার বন্ধুই আপনাকে এগুলো দেখিয়ে দেবে।’

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়নি মিঠুনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। রান না পাওয়ায় মিঠুনকে নিয়ে ট্রল হয়। এ বিষয়ে মিঠুন বলেন, ‘এখানেই আমার ক্যারিয়ার শেষ নয়। আমার বয়সও বেশি হয়নি। আমি আমার খেলায় আরও মনোযোগী হতে চাই। রান করেই সবকিছুর জবাব দিব।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে