Dr. Neem on Daraz
Victory Day

সুপার কাপের শিরোপা জিতেছে চেলসি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১১:৪৯ এএম
সুপার কাপের শিরোপা জিতেছে চেলসি

ঢাকাঃ জয়ের খুব কাছে গিয়েও পারলো না ভিয়ারিয়াল। বুধবার রাতে ১(৬)-১(৫) ব্যবধানে জিতে উয়েফা সুপার কাপের শিরোপা শেষ পর্যন্ত ঘরে তুলেছে চেলসি। প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই ম্যাচ। ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময় পেরিয়ে গড়ায় টাইব্রেকারে।  শেষ পর্যন্ত ৬-৫ ব্যবধানের জয় নিয়ে ট্রফি জিতেছে চেলসি।

বেলফাস্টের উইন্ডসর পার্কে ম্যাচের ২৭ মিনিটে হাকিম জিয়েখের গোলে এগিয়ে যায় চেলসি। ৭৩ মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। জিয়ার ব্যাকপাস থেকে বল পেয়ে জোরালো উঁচু শটে সমতা টানেন মরেনো। ১-১ সমতায়ই শেষ হয় নির্ধারিত সময়।

পেনাল্টি শুট আউটে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল উভয় পক্ষ। চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন আরিসাবালাগা।

টাইব্রেকার ভাবনা মাথায় রেখেই ম্যাচের ১১৯তম মিনিটে মূল গোলরক্ষক এদোয়ার্দ মেন্দিকে বসিয়ে কেপা আরিসাবালাগাকে নামান চেলসি কোচ। পরে তিনি জানিয়েছেন, কেপাকে নামানোর বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল এবং তা কাজে দিয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে