Dr. Neem on Daraz
Victory Day

প্রথম ব্রিটিশ হিসেবে সাতটি স্বর্ণ জয় করলেন কেনি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১২:৫১ পিএম
প্রথম ব্রিটিশ হিসেবে সাতটি স্বর্ণ জয় করলেন কেনি

ঢাকাঃ টোকিও অলিম্পিকের শেষ দিনে দারুণ এক কীর্তি গড়লেন যুক্তরাজ্যের কিংবদন্তি সাইক্লিস্ট জেসন কেনি। গ্রেট ব্রিটেনের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সবচেয়ে বেশি সোনা জিতেছেন তিনি।

রোববার চলতি আসরের সমাপনী দিনে সাইক্লিং ট্র্যাকের পুরুষদের কেইরিনে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন কেনি। যা তার অলিম্পিক ক্যারিয়ারের সপ্তম সোনার মেডেল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ০.৭৬৩ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি।

গত সপ্তাহে পুরুষদের স্প্রিন্টে ঠিক সুবিধা করতে পারছিলেন না কেনি। এ সপ্তাহে তিনিই কেইরিন জিতে পেয়ে গেলেন সপ্তম সোনার পদক। যার সুবাদে আরেক সাইক্লিস্ট ক্রিস হয়কে ছাড়িয়ে তিনিই এখন গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ সোনাজয়ী ক্রীড়াবিদ।

শুধু স্বর্ণপদক জয়ের তালিকায়ই নয়, অলিম্পিকে ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বেশি পদকও জিতেছেন কেনি। আজকের সোনাসহ তার অলিম্পিক মেডেল হলো ৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি জিতেছিলেন স্যার ব্র্যাডলি উইগিনস।

ইজু ভেলেদ্রোমে সপ্তম সোনা জেতার পর উচ্ছ্বসিত কেনি বলেছেন, ‘এটা আমার কাছে অনেকটা বিস্ময়ের মতো লাগছে। আমি ফিনিশিং লাইনটা পার করতে চাচ্ছিলাম। যেকোনো একটা পদক পাওয়ার আশা ছিল। এভাবে স্বর্ণ জিতে যাওয়া অনেক বেশি আনন্দের।’

এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ আজিজুল হাসনি এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের হ্যারি ল্যাবরেসেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে