Dr. Neem on Daraz
Victory Day

মোস্তাফিজের বলে বোল্ড ফিলিপি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৬:৩৫ পিএম
মোস্তাফিজের বলে বোল্ড ফিলিপি

ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ  অ্যালেক্স ক্যারিকে তুলে নিয়েছিলেন মেহেদি হাসান। এবার আরেক ওপেনার জস ফিলিপিকে ফেরালেন পেসার মোস্তাফিজুর রহমান। ৫.৪ ওভারে দলীয় ৩১ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আগের ম্যাচে টস জিতে বোলিং করলেও এদিন প্রথমে ব্যাটিং বেছে নেয় অজিরা।

তৃতীয় ওভারেই উইকেট, মেহেদির শিকার ক্যারি

তৃতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অফ স্পিনার মেহেদি হাসান। ২.৩ ওভারে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এদিনও আগের ম্যাচের মতো মেহেদিকে দিয়ে ইনিংস শুরু করেন। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করেন মেহেদি। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন আগের ম্যাচের ম্যাচসেরা নাসুম আহমেদ। তাকে দুটি চার হাঁকানোসহ ওই ওভারে মোট ৯ রান তোলেন অ্যালেক্স ক্যারি।

ইনিংসের তৃতীয় ওভারে ফের আক্রমণে এসেই সেই ক্যারিকেই তুলে নিলেন মেহেদি। আরেক ওপেনার জস ফিলিপির সঙ্গে এখন যোগ দেবেন মিচেল মার্শ।

টস জিতে এবার ব্যাটিং নিল অস্ট্রেলিয়া

আবারো টসে জয় অস্ট্রেলিয়ার। তবে এবার ব্যাটিং বেছে নিল দলটি। অর্থাৎ পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে বোলিং করবে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। তার আগে বিকেল সাড়ে ৫টায় ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। দুই দলই প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নামতে যাচ্ছে।

মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পঞ্চম দেখায় এই জয় আসে টাইগারদের। আগের চার ম্যাচের সব কটিতেই হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে