Dr. Neem on Daraz
Victory Day

এলাইনে থম্পসন বিশ্বের দ্রুততম মানবী


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১১:২৩ এএম
এলাইনে থম্পসন বিশ্বের দ্রুততম মানবী

ঢাকাঃ উসাইন বোল্ট নেই। কিন্তু তার দেশ জ্যামাইকার মেয়েরাই জিতে নিলো টোকিও অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাব।

রেকর্ড গড়েই বিশ্বের দ্রুততম মানবীর শিরোপা জিতে নিলেন এলাইনে থম্পসন হেরাহ। ১০.৬১ সেন্ডে সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েন তিনি।

প্রতিযোগিতার অন্যতম সেরা দৌড়বিদ হিসেবে যাকে ধরা হচ্ছিল, সেই শেলি অ্যান ফ্রেজার প্রাইসকে টপকে সোনা পেলেন তিনি। গতবার অলিম্পিকে সোনা পেয়েছিলেন এলাইনি। শনিবার প্রথম তিনটি স্থানেই জামাইকার দৌড়বিদরা রয়েছেন।

১০০ মিটার স্প্রিন্টে পরের দুই বিজয়ীও ক্যারিবীয় দেশ জ্যামাইকার। শেলি অ্যান ফ্রেজার প্রাইস ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতলেন রৌপ্য পদক এবং একই দেশের আরেক স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে