Dr. Neem on Daraz
Victory Day

টোকিও অলিম্পিকে করোনা রেকর্ড, একদিনে ২৪ জন পজিটিভ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১২:৩৩ পিএম
টোকিও অলিম্পিকে করোনা রেকর্ড, একদিনে ২৪ জন পজিটিভ

ঢাকাঃ টোকিও অলিম্পিকে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আরও ২৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এই নিয়ে অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত ১৯৩ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে অলিম্পিক থেকে ছিটকে গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন পোলভল্টার স্যাম হেনড্রিকস। টোকিয়োয় পৌঁছানোর পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ২০১৬ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন স্যাম।

অলিম্পিক আয়োজক কমিটি জানিয়েছে, করোনা আক্রান্ত দুই বিদেশি খেলোয়াড়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটজনক নয় বলা হলেও নাম প্রকাশ করা হয়নি। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে