Dr. Neem on Daraz
Victory Day

মেসির আয়ত্বে গোল্ডেন বল ও বুট


আগামী নিউজ | খেলা প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ১০:৩১ এএম
মেসির আয়ত্বে গোল্ডেন বল ও বুট

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দলের এই বিশাল অর্জনের একমাত্র কারিগর লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। তারই পুরস্কার হিসেবে এই আসরের গোল্ডেন বল ও বুট নিজের দখলে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গোল করা ও সতীর্থ দিয়ে গোল করানোর দিক থেকে চলতি টুর্নামেন্টে সবার উপরে ছিলেন তিনি।

কোপার এই আসরে ফাইনাল পর্যন্ত চার গোল করেছেন তিনি। যা টুর্নামেন্টে সর্বোচ্চ। মেসির পরেই তিন গোল করে দ্বিতীয়স্থানে ছিলেন তারই সতীর্থ লাউতারো মার্টিনেজ। এছাড়াও ২টি করে গোল নিয়ে দ্বিতীয়স্থানে ছিলেন পাঁচজন। তাদের মধ্যে একজন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। চলতি আসরে তার শৈল্পিক ফুটবল মুগ্ধ করেছে ফুটবল ভক্তদের।

ক্লাব ফুটবলে কি পাননি লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতাসহ ব্যক্তিগত অর্জনে ভরা তার ক্যারিয়ার। অথচ তার একমাত্র আক্ষেপ ছিল আন্তর্জাতিক শিরোপা। অবশেষে সেই আক্ষেপও গুছিয়েছেন তিনি। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে নীল-সাদা জার্সিতে প্রথম কোনো শিরোপা জিতেছে আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে