Dr. Neem on Daraz
Victory Day

ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১১:৪৪ পিএম
ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে

ফাইল ছবি

ঢাকাঃ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল লড়াই মানেই অন্যকিছু। মাঠের খেলা ছাপিয়ে লড়াইটা হয় সম্মানেরও। দীর্ঘদিন পর আবারও মাঠে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নেইমার-মেসিরা। কোপা আমেরিকার ফাইনালে এই দুই দলের লড়াই ফুটবল ভক্তদের মাঝে তৈরি করেছে অন্যরকম অনুভূতি। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা না বললেও পরিসংখ্যানে স্পষ্ট এগিয়ে থাকছে নেইমারের ব্রাজিল।

পরিসংখ্যান বলছে দুই দল ১১১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিল জয় লাভ করেছে ৪৬টি ম্যাচে আর আর্জেন্টিনার জয়ের সংখ্যা ৪০টি। অর্থাৎ, কখনোই এই দুই দল কাউকে ছাড় দেয়নি। আর ফাইনালের মতো বড় মঞ্চে দুই দলের খেলোয়াড়েরা যে নিজেদের শতভাগ উজাড় করে দিবে তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের সর্বশেষ একে অপরের বিপক্ষে খেলে ২০১৯ সালে। সেবারের দেখায় লিওনেল মেসির একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত চলতি কোপা আমেরিকায় অপরাজিত থাকা আর্জেন্টিনা ফাইনালেও অপরাজিত থেকে শিরোপা নিজেদের করে নিতে পারে কিনা সেটিই দেখার বিষয়।

সর্বশেষ ৭ দেখায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয় মাত্র দুইটি, যেখানে আর্জেন্টিনা গোল হজম করেছে আটটি। অতীতের স্মৃতি ভুলে দুর্দান্ত ফর্মে থাকা মেসির জন্য হলেও তার সতীর্থরা এবারের কোপা নিজেদের করে নিতে চাইবে।

অন্যদিকে, কোপাতে দারূণ খেলা নেইমার ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের নবম শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে। রবিবার (১২ জুলাই) এই দুই দল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে