Dr. Neem on Daraz
Victory Day

হঠাৎ টেস্ট দলে মাহমুদউল্লাহ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০৪:৪২ পিএম
হঠাৎ  টেস্ট দলে মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ঢাকাঃ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন করে আরও একজনকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নেওয়া হয়েছে টেস্ট দলেও। জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন তিনি।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে মাহমুদউল্লাহকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কথা বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তবে কী কারণে তাকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর থেকে ফেরার পর সাদা পোশাকের ক্রিকেটে আর দেখা যায়নি মাহমুউদউল্লাহকে। গত বছর লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। কেবল সাদা বলের ক্রিকেটের জন্য চুক্তিতে রাখা হয় টি-টোয়েন্টি অধিনায়ককে।

৭ জুলাই থেকে সফরের একমাত্র টেস্ট খেলতে আগামী মঙ্গলবার ভোর রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে