ঢাকাঃ নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংসকে ভাঙার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি মাত্র ৩১ রানে খরচ করে তুলে নেন পাঁচ উইকেট। ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করার পথে জেমিসন বেশ কয়েকটি দুরন্ত রেকর্ড গড়েন।
দেখে নেই সেই তালিকাঃ
১. ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া কিউয়ি বোলারে পরিণত হলেন জেমিসন। অষ্টম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে জেমিসনের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৪। সাউদাম্পটনে রোহিত, কোহলি ও পন্তের উইকেট নিয়ে তিনি ৪২টি উইকেটে পৌঁছনো মাত্রই জ্যাক কাউয়ির ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। ১৯৩৭ থেকে ১৯৪৯ পর্যন্ত কাউয়ি ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৪১টি উইকেট নিয়েছিলেন।
২. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একমাত্র বোলার হিসেবে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন জেমিসন। তিনি পিছনে ফেলে দেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও ন্যাথান লিয়নকে। তিনজনেই উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
৩. নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের আটটি টেস্টে ৫ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জেমিসন। রোহিত, কোহলি ও পন্ত ছাড়া সাউদাম্পটনে জেমিসন আউট করেন ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে।
৪. ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে সবথেকে কৃপণ কিউয়ি বোলারে পরিণত হন জেমিসন। তিনি সাউদাম্পটনে ওভার প্রতি ১.৪০ রান খরচ করেছেন। এতদিন এই রেকর্ড ছিল রিচার্ড হ্যাডলির নামে। ১৯৮১ সালে হ্যাডলি ভারতের বিরুদ্ধে টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ওভার প্রতি ১.৪২ রান খরচ করে।