Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রোনালদোর রেকর্ড


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২১, ১০:০৬ এএম
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রোনালদোর রেকর্ড

ঢাকা: সোশ্যাল মিডিয়ায় অনবদ্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ফলোয়ার ছুঁয়ে ফেললেন সিআর সেভেন।

ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার নিরিখে ক্রিস্টিয়ানোর ধারেকাছে নেই অন্য কোনো অ্যাথলেট। দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন দ্য রক জনসনের ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন।

অর্থাৎ ২৪ কোটি ৬০ লাখের আশপাশে।

খেলার মাঠে তিনি যতটা দাপট দেখাতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও তার দাপট ততটাই। এর আগে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার সংখ্যাও তিনিই প্রথম ছুঁয়েছিলেন। ফুটবল মাঠে মেসি যতই তাঁর প্রতিদ্বন্দ্বী হোন, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার হিসেবে রোনালদোর ধারেকাছে নেই আর্জেন্টিনার এই অধিনায়ক। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ২১৯ মিলিয়ন।

শুধু ফলোয়ার সংখ্যার নিরিখেই নয়, ইনস্টাগ্রাম থেকে রোজগারের দিকেও বিশ্বের সেরা রোনালদো। শেষ প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত রোনালদো ইনস্টাগ্রাম থেকে রোজগার করেছেন ৫০.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা জুভেন্টাস খেলার বেতনের থেকেও বেশি।

জুভেন্টাসে খেলে রোনালদো বার্ষিক ৩৩ মিলিয়ন ইউরো রোজগার করেন। গতবছর বিশ্বের অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ মিলিয়ন ডলার রোজগার করেছিলেন ক্রিস্টিয়ানো।

প্রসঙ্গত, চলতি ইউরোতে পর্তুগালের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন রোনাল্ডো। তার জোড়া গোলের সুবাদেই হাঙ্গেরির বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে পর্তুগাল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে