Dr. Neem on Daraz
Victory Day

ব্যাট হাতে ‘জীবন’ পেয়েও ব্যর্থ শান্ত


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৪:০৮ পিএম
ব্যাট হাতে ‘জীবন’ পেয়েও ব্যর্থ শান্ত

ঢাকাঃ ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী। বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর ওভারপ্রতি ১৯ ওভার খেলার সিদ্ধান্ত নিয়ে ফের মাঠে নামে দুই দল।

আরও একবার সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন তরুণ টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ১১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ওপেনার নাঈম শেখকে হারায় আবাহনী। ২১ বলে ২৩ রান করে আব্দুর রশিদের বলে প্রতিপক্ষ অধিনায়ক মোহাইমিনুল খানকে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ক্রিজে আসেন ওয়ান ডাউনে থাকা শান্ত।

তবে শান্তও নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাইমিনুলের ডেলিভারিতে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দেন। জয় অল্পের জন্য সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন। তবে অসতর্ক শান্ত তৃতীয় বলে আবারও স্ট্রাইক পেলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন আনিসুল ইসলাম ইমনের হাতে। ফলে ১০ বলের মোকাবেলায় ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শান্তর বিদায়ের পর আরেকটি উইকেট হারিয়েছে আবাহনী। ১৩ বলে ১৬ রান করে ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন রকিবুল হাসানের শিকারে পরিণত হয়ে। ৪ রান করে ক্রিজে আছেন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন আফিফ হোসেন ধ্রুব।

এই প্রতিবেদন লেখার সময় ৯.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে আবাহনী।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে