Dr. Neem on Daraz
Victory Day

৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেবানডস্কি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:২৭ এএম
৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেবানডস্কি

ঢাকাঃ ১৯৭১-৭২ সালে জামার্ন বুন্দেসলিগায় ৪০টি গোল করেছিলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার। এক সপ্তাহ আগে ফ্রেইবার্গের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে সেই নজির স্পর্শ করেছিলেন পোলান্ড স্ট্রাইকার লেবানডস্কি।

এদিন গতির বিরুদ্ধে ৬৭ মিনিটে ব্যবধান কমান আন্দ্রে হান। ৭১ মিনিটে ২-৪ করেন আউসবার্গের ফ্লোরিয়ান নেইডেরলেসচার। কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছিলেন না বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি। একের পর এক সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। এতে উদ্বেগ বেড়েছে ভক্তদের।

কিন্তু হঠাৎ-ই নাটকীয়ভাবে বদলে গেল ম্যাচের ছবি। ৯০ মিনিটে ডান পায়ের শটে গোল করে গার্ড মুলারকে পেছনে ফেলে এগিয়ে গেলেন লেয়নডস্কি। বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। ভেঙে দিলেন ৪৯ বছরের পুরনো রেকর্ড।

তবে ২৯ ম্যাচে ৪১ গোল করে রেকর্ড ভাঙলেন লেবানডস্কি। অবিশ্বাস্য পরিসংখ্যান। শনিবার আউগবার্গের বিরুদ্ধে বায়ার্নের ম্যানেজার হিসেবে হান্সি ফ্লিকের শেষ ম্যাচে গোল করে উচ্ছ্বসিত লেবানডস্কি সমাজমাধ্যমে লিখেছেন, ‘স্বপ্ন দেখা কখনও আমি বন্ধ করিনি।’

মাকে গোল উৎসর্গ করে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘এই অনুভূতি ব্যাখ্যা করার ভাষা নেই। ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করেও গোল করতে পারিনি। অন্তিম মুহূর্তে যখন গোল করলাম, অসাধারণ অনুভূতি হচ্ছিল।’ যোগ করেছেন, ‘আজ আমার মায়ের জন্মদিন। তাই মা-কেই গোল
উৎসর্গ করছি।’

গার্ড মুলারের এক মৌসুমে করা গোলের নজির ভাঙার লক্ষ্য পূর্ণ হয়েছে লেবানডস্কির। কিন্তু এখনও জার্মান বুন্দেসলিগায় সর্বাধিক গোলের নজির তার কিংবদন্তি পূর্বসূরির দখলেই রয়েছে। গার্ড মুলার ৩৬৫টি গোল করেছিলেন। কিন্তু বায়ার্ন স্ট্রাইকার লেবানডস্কি গোল এখন পর্যন্ত ২৭৭টি। এবার সেই নজির ভাঙার স্বপ্ন দেখছেন লেবানডস্কি!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে