Dr. Neem on Daraz
Victory Day

ইসিবিকে ‘২’ অদ্ভুত আবদার বিসিসিআইয়ের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২১, ১২:১৫ পিএম
ইসিবিকে ‘২’ অদ্ভুত আবদার বিসিসিআইয়ের

ঢাকাঃ বিসিসিআইও ভারত জাতীয় দলের খেলার সাথে পাল্লা দেয় আইপিএলের ভাবনাকে। এবার যেমন আইপিএলের জন্য ইংল্যান্ড সিরিজের সূচি পেছানোর অনুরোধ করে বসেছে ভারতীয় বোর্ড।

আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। সফরকারীর ভূমিকায় খেলতে কোহলিরা আর কয়দিন পরই দেশ ছাড়বেন। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডেই খেলবেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নিউজিল্যান্ডের বিপক্ষে।

তবে ইংল্যান্ড সিরিজ এগিয়ে আনতে চায় ভারত। নেপথ্যে কারণ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসর শুরু হয়ে থমকে যায় করোনার হানায়। স্থগিত হওয়া আসরটি সেপ্টেম্বরে সম্পন্ন করতে চায় বিসিসিআই। আর তাই ইংল্যান্ড সিরিজ এক সপ্তাহ এগিয়ে আনতে চায় সৌরভ গাঙ্গুলির বোর্ড।

ইংল্যান্ডের বোর্ড ইসিবি অবশ্য এখনও এই অনুরোধে সাড়া দেয়নি। কারণ বোর্ডটিকে ভাবতে হচ্ছে দুটি ইস্যু নিয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বিরাট কোহলির দল ইংল্যান্ডে পা রাখবে ৩ জুন। ১৮ জুন ফাইনাল মাঠে গড়ানোর আগে কোহলিদের ১০ দিন কোয়ারেন্টিন পালনের কথা। বিসিসিআই তা কমিয়ে ৩ দিনে নামিয়ে আনার অনুরোধ করেছে।

ভারতে করোনা সংক্রমণ উদ্বেগজনক হওয়ায় ইসিবির কোয়ারেন্টিন নীতিমালা শিথিলের সম্ভাবনা খুবই কম। অবশ্য বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার দাবি, ভারতকে ১০ দিনের কোয়ারেন্টিনের অনুশীলনের ‘সুবিধা’ দিলেন চলবে।

সরকারি বিধি ভেঙে কোয়ারেন্টিন নীতিমালা শিথিল আর ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আন্তর্জাতিক সূচি পরিবর্তনের এই দুই প্রস্তাব অদ্ভুতই ঠেকছে ক্রিকেট অঙ্গনে। সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই দুই আবদার আরেক বড় বোর্ড ইসিবি রাখে কি না, তাই এখন দেখার বিষয়!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে