Dr. Neem on Daraz
Victory Day

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বায়োবাবল সম্ভব নয় : শোয়েব


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২১, ১২:৪০ পিএম
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বায়োবাবল সম্ভব নয় : শোয়েব

ঢাকাঃ গত ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালে করোনা ধরা পড়ে জৈব সুরক্ষা বলয় বা বায়ো সেফটি বাবলের ভেতরে। বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে বন্ধ হয়ে যায় আসর। টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই বাড়ি ফিরে যান ক্রিকেটাররা।

পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, জৈব সুরক্ষা বলয় তৈরি করেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করা সম্ভব নয়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জৈব সুরক্ষা বলয়ে করোনা হানা দেওয়ার পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বা ইংল্যান্ডে এই জিনিস (জৈব সুরক্ষা বলয় বা বায়োবাবল) করা যায়। এখানে (উপমহাদেশে) যারা হোটেলে কাজ করে তারাই নিরাপদ নয়। ওরা বলয়ে থাকে না। আন্তর্জাতিক ক্রিকেট বলয়ে হতে পারে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভব নয়। কারণ গোটা বিশ্ব এখানে খেলতে আসে। আর আইপিএল মোটেই কোনো ছোটখাটো লিগ নয়।’

এরপর গত এপ্রিলে শুরু হয় আইপিএল। অর্ধেকের মত খেলা হওয়ার পর ৩১টি ম্যাচ অসমাপ্ত রেখেই আসর স্থগিত করা হয়, কারণ এখানেও বায়োবাবলে হানা দিয়েছে করোনা।

এরই ধারাবাহিকতায় আইপিএল ও পিএসএলকে একই সুতোয় গেঁথে শোয়েব বলছেন, বায়োবাবল তৈরি করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন সম্ভব নয়।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে