Dr. Neem on Daraz
Victory Day

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন থিসারা পেরেরা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২১, ০২:৩০ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন থিসারা পেরেরা

ঢাকাঃ ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ছিলেন ক্যারিয়ারের শেষ গগণে। ক্রিকেটকে খেলোয়াড়ি জীবনে পুরোপুরি বিদায় জানানোর আগে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। জাতীয় দলের জার্সি আর গায়ে দেওয়া হবে না, তবে খেলে যাবেন মিডলসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড এখন আইসিসির পূর্ণ সদস্য। এই ‘সুদিন’ দেখেই অবসর নিলেন আইরিশ ক্রিকেটার টিম মুরতাঘ। তারকা এই পেসারকে আর কখনো দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়।

শুক্রবার (২৯ নভেম্বর) মুরতাঘের অবসরের ঘোষণা আসে। তিনি জানান, দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পেরে গর্বিত তিনি। মুরতাঘ আরও বলেন, ‘৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। বিদায় বলতে কষ্ট হচ্ছে। তবে আমি বেশ স্বস্তি রেখেই অবসর নিচ্ছি। এই সময়ে আমাকে অনেকেই সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা’

২০১২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু করেন মুরতাঘ। আয়ারল্যান্ডের হয়ে ইতিহাসের তিনটি টেস্টেই অংশ নিয়েছেন। সর্বশেষ টেস্ট খেলেন লর্ডসে, ইংল্যান্ডের বিপক্ষে। সেটিই ছিল তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মুরতাঘ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানো দারুণ ব্যাপার।’

আয়ারল্যান্ডের হয়ে তিনটি টেস্ট ছাড়াও ৫৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুরতাঘ। আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মত সমীহ জাগানিয়া পারফরম্যান্সে যে কজন ক্রিকেটারের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন মুরতাঘ।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে