Dr. Neem on Daraz
Victory Day

ক্যান্ডিতে হতাশার একটি দিন কাটল বোলারদের


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৭:২০ পিএম
ক্যান্ডিতে হতাশার একটি দিন কাটল বোলারদের

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে সর্বসাকুল্যে একটিমাত্র উইকেট শিকার করেছেন বোলাররা। বলা যায় করুণারত্নকে আউট করাই দিনে টাইগারদের একমাত্র সান্ত্বনা।  

প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ কোনো ১ উইকেটে ২৯১ রান। লাহিরু থিরিমান্নে ১৩১ ও ওশাডা ফার্নান্দো ৪০ রানে ব্যাট করছেন।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। এ সময় তিনি বলেছিলেন, এমন উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হবে। সেই কথা প্রমাণেই যেন শুরু থেকে দেখে খেলে সহজেই রান তুলতে থাকেন দুই ওপেনার।

প্রথম সেশনে ২৭ ওভার বল করে ৬৬ রান করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ২০তম ওভারের শেষ বলে স্লিপে করুণারত্নেকে ফেরানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেন নাজমুল হোসেন শান্ত। দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকে হাত খুলে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার। দ্রুততার সঙ্গে দলীয় শতকের পাশাপাশি দুজনেই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান।

দলীয় ১৭৭ রানের মাথায় টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান লঙ্কান অধিনায়ক। ১৬৫ বলে ১৩ চারে সেঞ্চুরি তুলে নেন তিনি। ২৮ রানে সাজঘরে ফিরতে পারতেন লঙ্কান দলপতি করুনারত্নে। ২০তম ওভারে তাসকিন আহমেদের শেষ বলটি ছিল এক্সট্রা বাউন্স, করুণারত্নের ব্যাট ছুঁয়ে তা স্লিপে যায়। সেখানে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত সহজ ক্যাচটি ছেড়ে দেন। জীবন পান শ্রীলঙ্কা অধিনায়ক।

দুই সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪৪ রান। তৃতীয় সেশনে এসে ২০৯ রানের জুটি ভাঙেন শরিফুল। উইকেটের পেছনে থাকা লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ফেরার আগে ১১৮ রান করেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে