Dr. Neem on Daraz
Victory Day

প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা কম : পাপন


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৫:১৯ পিএম
প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা কম : পাপন

ঢাকাঃ মহামারি করোনাভাইরাসের কারনে আপাতত বন্ধ দেশের খেলাধুলা। মাসের শুরুতে জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ড খেলার পর স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় লিগ শুরুর কথা জানিয়েছিল আয়োজকরা। তবে করোনা পরিস্থিতি ক্রমণ অবনতির দিকে যাওয়ায় জাতীয় লিগ মাঠে ফেরার সম্ভাবনা কমে আসছে।

মার্চের শুরুর দিকে দেশের ক্লাব ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিসিডিএম সভাপতি কাজী ইনাম আহমেদ। মে মাসের শুরুর দিকে ঢাকা প্রিমিয়ার লিগের আসর বসতে পারে জানিয়েছিলেন ইনাম।

গতবছর মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পর পরই কোভিটের কারণে স্থগিত করা হয়েছিল প্রিমিয়ার লিগ। এক বছর পার হয়ে গেলেও, এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা দেখা যায়নী।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, এবার প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা খুবই কম।

শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো খুবই কঠিন। কারণ যে পরিস্থিতি, তাতে মাঠে খেলা ফেরানো কোনভাবেই উচিত হবে না।’

তবে সম্ভাবনা একদমই নাকচ করে দেননি পাপন। যথাযথ জৈব সুরক্ষা বলয়ের নিশ্চিত করতে পারলে খেলা হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট, ‘যতক্ষণ পর্যন্ত আমরা জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত খেলাটা মাঠে গড়ানো কঠিন। সেখানে একটা দল হোক বা দশটা।’

তিনি আরও জানান, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে