Dr. Neem on Daraz
Victory Day

জয়ের লক্ষ্যে আইপিএলে মুখোমুখি কলকাতা-রাজস্থান


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০১:২২ পিএম
জয়ের লক্ষ্যে আইপিএলে মুখোমুখি কলকাতা-রাজস্থান

ঢাকাঃ এবারের আইপিএলে সাকিবের কলকাতা বা মুস্তাফিজের রাজস্থান কোনো দলই তেমন সুবিধা করতে পারছে না। দুটি দলই ৪টি করে ম্যাচ খেলে জিতেছে মাত্র ১টিতে, হেরেছে বাকি ৩টিতে। পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কারণে এই ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে।

রাজস্থানের একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা আছে, যদিও অনিশ্চয়তা কলকাতার একাদশে সাকিবের উপস্থিতি নিয়ে।  কম্বিনেশনের কারণে সাকিব কলকাতার একাদশে নিশ্চিত নন। খানিক অনিশ্চয়তা আছে অবশ্য মুস্তাফিজকে নিয়েও।

আসরে দলের প্রথম তিনটি ম্যাচে খেললেও সাকিব ছিলেন না সর্বশেষ ম্যাচে। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সুনীল নারাইন। বিদেশি কোটায় ৪ খেলোয়াড়ের বেশি নেওয়ার সুযোগ নেই, তাই নারাইন একাদশে থাকলে সাকিব থাকবেন না তা প্রায় অবধারিত। গত ম্যাচে কলকাতার বোলাররা খরুচে বোলিং করলেও তুলনামূলক ভালো ছিল নারাইনের বোলিং। তাই তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। ব্যাট হাতে অবশ্য সাকিব বা নারাইনই কেউই এখনও জ্বলে উঠতে পারেননি।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে