Dr. Neem on Daraz
Victory Day

হাসপাতাল ছাড়লেন মুরালিধরন


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:৫০ পিএম
হাসপাতাল ছাড়লেন মুরালিধরন

ঢাকাঃ হার্টের ব্লক সারাতে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়েছে মুরালিকে। একটি স্টেন্ট বসানোর পর সোমবার তার অবস্থা স্থিতিশীল দেখে হাসপাতাল থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। আশা করা হচ্ছে, হাসপাতাল ছেড়ে হোটেলে ফেরা মুরালি শীঘ্রই দলের সাথে যোগ দেবেন।
হাসপাতালে ভর্তি এক দিনের মাথায়ই ছাড়া পেয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

হৃদরোগের কারণে রবিবার (১৮ এপ্রিল) হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে সোমবার (১৯ এপ্রিল) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মুরালির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গতকাল সফলভাবে তার করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার জি সেঙ্গত্তুভেলুর অধীনে। মুরালি এখন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন।’

গত শনিবার জন্মদিন ছিল এই স্পিন কিংবদন্তির। ৪৮ বছর পূর্ণ করে ৪৯ বছরে পা দিয়েছেন। ২০১৫ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুরালি। ১৩৩ টেস্ট খেলে ৮০০ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় রেখেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শিকার করেছেন ৫৩৪ উইকেট।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে