Dr. Neem on Daraz
Victory Day

কলকাতার হারে সমালোচনার ঝড়, হতে পারে খেলোয়াড় পরিবর্তন


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:৪৪ পিএম
কলকাতার হারে সমালোচনার ঝড়, হতে পারে খেলোয়াড় পরিবর্তন

ঢাকাঃ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করার পর নিজেদের ২য় ম্যাচেও বেশ ভালো অবস্থানেই ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অবিশ্বাস্য ভাবেই একপ্রকার জেতা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসকে উপহার দিয়ে আসে কলকাতা। দিনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলদের ব্যাটিং ব্যর্থতায় তীরে এসে তরী ডুবে।

জয় দিয়ে আসর শুরু করলেও টানা দুই ম্যাচে হার দেখেছে কলকাতা নাইট রাইডার্স। এতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের শুরুতে দলটির পরিকল্পনা একটু হোঁচট খেয়েছে। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন। প্রতিবারই ভক্তদের সমর্থনের দিক দিয়ে উপরের দিকেই থাকে দলটি। তবে নানান কারনে এইবার যেনো দলটি খেই হারিয়ে ফেলেছে।

বড় লক্ষ্য তারা করতে গিয়ে হতাশাজনক ব্যাটিং উপহার দিয়েছেন মরগান, কার্তিক ও সাকিবরা। যার ফলে সমালোচনার মুখে পরতে হয়েছে প্রায় পুরো দলকেই। তবে বিশেষ করে সাকিব আল হাসানের ধীরগতির ব্যাটিং ও খরুচে বোলিংয়ের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ভক্তদের সমালোচনার ঝড়টা একটু বেশিই গিয়েছে সাকিবের উপর।

ব্যাট হাতে ৩ ম্যাচের কোনটিতেই বেশি সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। আগামী ম্যাচে বেশিরভাগ ভক্তই টুইটারে দাবি তুলেছেন দলে একাধিক পরিবর্তনের। কলকাতার বেঞ্চে রয়েছেন সুনীল নারাইন, বেন কাটিং, লোকি ফার্গুসন ও টিম সাইফার্টের মত প্রতিভাবান খেলোয়াড়রা। আগামী ম্যাচে তাদের কাউকে দেখার দাবি জানিয়েছে ভক্তরা। দেখে নিন টুইটারে ভক্তদের কিছু প্রতিক্রিয়া।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে