Dr. Neem on Daraz
Victory Day

অবসর না নিয়েই দলের কোচ!


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৩:০৪ পিএম
অবসর না নিয়েই দলের কোচ!

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ খেলা থেকে এখনো অবসর নেননি। সুযোগ পেলে আবারো খেলতে চান জাতীয় দলে। এমন পরিস্থিতিতেই আয়ারল্যান্ড জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন দেশটির সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

শুক্রবার (২৬ মার্চ) পর্টারফিল্ডকে কোচিং প্যানেলে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় পুরুষ ও নারী দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসাথে খেলাও চালিয়ে যাবেন, মাঠ মাতাবেন পেশাদার ক্রিকেটে।

পোর্টারফিল্ড ছাড়াও আইরিশদের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সদ্য অবসর নেওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্যারি উইলসন।

২০২০ সালে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন পোর্টারফিল্ড। অবসর না নিলেও এরপর আর জাতীয় দলে ডাক পাননি। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার কয়েক মাস আগে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেন। আয়ারল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে গণ্য করা হয় তাকে।

উইলসন ও পোর্টারফিল্ড একইসাথে পেয়েছেন ঘরোয়া এক দলের দায়িত্বও। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের প্রধান কোচের পদ সামলাবেন উইলসন। পোর্টারফিল্ড দায়িত্ব পালন করবেন তার সহকারী হিসেবে।

দ্বৈত ভূমিকায় নিযুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোর্টারফিল্ড বলেন, ‘দুই দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি- একইসাথে জাতীয় দল এবং প্রিভিন্সিয়াল সিস্টেম। আয়ারল্যান্ডের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি। ফিল্ডিং এমন কিছু যা আমি খুব উপভোগ করি। এটা দারুণ এক সুযোগ হতে যাচ্ছে আমার জন্য, তর সইছে না।’

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে