Dr. Neem on Daraz
Victory Day

টি-২০ সিরিজে নেই নিউজিল্যান্ডের ‘৬’ তারকা ক্রিকেটার


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০১:৫৩ পিএম
টি-২০ সিরিজে নেই নিউজিল্যান্ডের ‘৬’ তারকা ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ ৬ জন তারকা ক্রিকেটার নেই কিউই স্কোয়াডে। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্যই তারা এই সিরিজের স্কোয়াডে নেই।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম সাউদির অধীনে ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলটিতে নেই নিউজিল্যান্ডের দলের একাধিক নিয়মিত, অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার। কেন উইলিয়ামসন যার মধ্যে সবচেয়ে বড় নাম। ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারেননি চোটের কারণে।

উইলিয়ামসন ছাড়াও আইপিএলের জন্য আরও যে ৫ জন কিউই তারকা দলে নেই তারা হলেন, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, জিমি নিশাম ও টিম সেইফার্ট। প্রথমবারের মতো আইপিএলে দল পাওয়া জেমিসন আকাশছোঁয়া মূল্যে নিলামে বিক্রি হয়েছিলেন।

এছাড়া দলে থাকা আরও তিন ক্রিকেটার আছেন আইপিএলের বিভিন্ন দলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে থাকা ফিন অ্যালেন প্রথমবারের মতো জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের অ্যাডাম মিলনে ও কলকাতা নাইট রাঈডার্সের লকি ফার্গুসনও আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে। ফিন, মিলনে ও ফার্গুসন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করেন ভারতের উদ্দেশে রওনা হবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ, হ্যামিল্টনে। সিরিজের পরবর্তী দুইটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ মার্চ,নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টা ও পরের দুইটি ম্যাচ বেলা ১২টা থেকে শুরু হবে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ং।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে