Dr. Neem on Daraz
Victory Day

এভারটনের বিপক্ষে সহজ জয় পেল চেলসি


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০২:০৬ পিএম
এভারটনের বিপক্ষে সহজ জয় পেল চেলসি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ঘরের মাঠে সহজ জয় পেয়েছে চেলসি। এভারটনের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোল ব্যবধানে জিতেছে টমাস টুখেলের শিষ্যরা। ম্যাচে দলের হয়ে একটি গোল করেন জর্জিনিয়ো। আর অন্য গোলটি আত্মঘাতী। এ জয়ের ফলে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল চেলসি।

এ জয়ে গুরত্বপূর্ণ ভূমিকার জন্য কোচ টমাস টুখেল প্রশংসায় ভাসিয়েছেন তার স্বদেশি ফরোয়ার্ড কাই হাভাৎর্জকে। জার্মান কোচের অধীনে এখনও অপরাজিত ব্লুজরা। ডিসেম্বরে দু’দলের প্রথম দেখায় গুডিসন পার্কে ১-০ ব্যবধানে হেরেছিল ব্লুজরা।

নিজে গোল করতে না পারলেও এভারটনের বিপক্ষে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন হাভাৎর্জ। ৩১তম মিনিটে জার্মান তারকার শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন বেন গডফ্রে। এগিয়ে যায় চেলসি। এরপর একটি পেনাল্টিও আদায় করেন হাভাৎর্জ। ৬৫তম মিনিটে সফল স্পট-কিকে চেলসিকে আবারও এগিয়ে দেন জোর্গিনহো।

স্বদেশি তারকার দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ স্টামফোর্ডের কোচ টুখেল বলেন, ‘কাইয়ের প্রতি আমি মুগ্ধ। আমি তার ওপর বিশ্বাস করি এবং সে সেই বিশ্বাস ফিরিয়ে দিয়েছে।’

এই নিয়ে কোচ টুখেলের অধীনে ১১ ম্যাচ অপরাজিত থাকলো চেলসি। জানুয়ারিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দায়িত্ব ছাড়ার পর স্টামফোর্ডে আসেন তিনি।

এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে এভারটন। আর ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে