Dr. Neem on Daraz
Victory Day

রাজ্জাক-নাফিস আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৪:৩১ পিএম
রাজ্জাক-নাফিস আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটের দুই নক্ষত্র আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস। শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় 'পিচ ফাউন্ডেশন' এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্জাক ও নাফিস বিদায়ের ঘোষণা দেন।

বিদায় বেলায় বিকেএসপির দুই কোচ নাজমুল আবেদিন ফাহিম ও সারোয়ার ইমরানকে কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুর রাজ্জাক। শাহরিয়ার নাফীসের কৃতজ্ঞতা কিশোরবেলার উস্তাদ ওয়াহেদুল গনির প্রতি।

বিসিবির নতুন চাকুরি নিয়ে ক্রিকেটকে নতুন সেবা দিতে পারবেন বলেই দু’জন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বিদায় অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “খেলার মাঠের মতই বোর্ডের নতুন চাকুরীতে সাকসেসফুল হবেন রাজ্জাক-নাফীস, এগিয়ে নেবেন দেশের ক্রিকেটকে”।

অবসরের পর নাফিস ও রাজ্জাক দুজনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হবেন। এর মধ্যে বাঁহাতি স্পিনার রাজ্জাক জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি যোগ দেবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। দু-একদিনের মধ্যে রাজ্জাকের নিয়োগ চূড়ান্ত করা হবে।

আর বাঁহাতি ওপেনার নাফীস যোগ দিচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে। তবে তিনি ম্যানেজার হিসেবে নয়, বরং ট্রেইনি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। পরে অন্য কোনো বিভাগেও যোগ দিতে পারেন তিনি।

২০০৪ সালে একদিনের আন্তজার্তিক ক্রিকেটে অভিষেক হয় স্পিনার আব্দুর রাজ্জাকের। টেস্ট অভিষেক তার দুই বছর পর। সাদা পোষাকে ১৩ ম্যাচ খেলে উইকেট তুলেছেন ২৮টি। ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট রাজ্জাকের। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪ উইকেট ৪৪টি।

২০০৫ সালে টেস্ট এবং ওয়ানডে অভিষেক হয় শাহরিয়ার নাফীসের। ২৪ টেস্টে ১২৬৭ রান, সেঞ্চুরি একটি , ৭৫ ওয়ানডেতে ২২০১ রান, ৪টি সেঞ্চুরি । বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীস একটাই ম্যাচ খেলেছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে