ঢাকাঃ কোপা ইতালিয়ার ফাইনালে উঠে গেছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। দুই লেগে হওয়া সেমিফাইনালে তারা বিদায় করে দিয়েছে চলতি আসরের অন্যতম ধারাবাহিক ও শক্তিশালী দল ইন্টার মিলানকে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে কোপা ইতালিয়ার ফাইনালে উঠার লড়াইয়ে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে প্রথম লেগে মিলানের মাঠ থেকে ২-১ গোলে জিতে আসায় ফাইনালে উঠে গেল আন্দ্রে পিরলোর দল।
শুরু থেকে বেশকিছু সুযোগ নষ্ট করার ফল ভোগ করেছে ইন্টার মিলান। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রোমেলু লুকাকু এবং আশরাফ হাকিমি দৃষ্টিকটু কিছু মিস করেন। অন্যদিকে জুভেন্টাসের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি দুর্দান্ত শট ঠেকান ইন্টার গোলরক্ষক সামির হান্ডানোভিচ।
দ্বিতীয় লেগে গোল না পেলেও, প্রথম লেগে রোনালদোর জোড়া গোলেই ইন্টারকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। মূলত সেই ম্যাচের কারণেই ফাইনালের টিকিট পেয়ে গেছে তারা।
টুর্নামেন্টের ফাইনালও হবে দুই লেগে। আগামী ১৯ ও ২১ ফেব্রুয়ারি হবে সেই দুই ম্যাচ। যেখানে জুভেন্টাসের প্রতিপক্ষ হবে নাপোলি বা আটলান্টার মধ্যে যেকোনো এক দল।
আগামীনিউজ/নাসির