Dr. Neem on Daraz
Victory Day

পাপনের বাসায় জরুরি বৈঠক


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১, ০১:২৫ পিএম
পাপনের বাসায় জরুরি বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শতভাগ পুরো শক্তির না হলেও, দুই বছর আগে এর চেয়ে অনেক শক্তিশালি দল নিয়েও টেস্টে বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অথচ এবার তার চেয়ে অনভিজ্ঞ ও আনকোরা দল নিয়েও প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

বলার অপেক্ষা রাখে না, ওয়েস্ট ইন্ডিজের এবারের ওয়ানডে দলটি বেশি দুর্বল।তবে সে তুলনায় টেস্ট দলটি সমৃদ্ধ হলেও ২ বছর আগের টেস্ট স্কোয়াডের চেয়ে কমজোরি, অভিজ্ঞতায়ও পিছিয়ে। কিন্তু সেই দলের কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে বসেছে টাইগাররা।

এ নিয়ে বিসিবির অভ্যন্তরে হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নড়েচড়ে বসেছেন। সোমবার রাতে গুলশানে নিজ বাসায় বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালককে নিয়ে জাতীয় দলের এ ব্যর্থতার সম্ভাব্য কারণ খোঁজারও চেষ্টা করেছেন বিসিবি বিগ বস।

বোর্ডের অন্যতম নীতি নির্ধারক মাহবুব আনাম, আকরাম খান, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন বিসিবি সভাপতির বাসায় ঐ অনানুষ্ঠানিক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে ঐ সভা শেষে কেউ মুখ খোলেননি। তবে জানা গেছে,বিসিবি বসের বাসায় হওয়া এ বৈঠকে আলোচনা হয়েছে পরাজয়ের কারণ নিয়েই। যেখানে উঠে এসেছে অপর্যাপ্ত প্রস্তুতির বিষয়টি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুইটি টুর্নামেন্ট খেললেও, বাংলাদেশ দলের ক্রিকেটাররা কোনো দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেননি। এ বিষয়টি বেশ জোর দিয়েই আলোচনা হয়েছে জরুরি বৈঠকে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে