Dr. Neem on Daraz
Victory Day

সাকিবের পরামর্শেই বদলে গেলেন মিরাজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০২:২৩ পিএম
সাকিবের পরামর্শেই বদলে গেলেন মিরাজ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ উইন্ডিজকে পেলে মেহেদী হাসান মিরাজ ফর্মে থাকেন।দ্বিতীয় ম্যাচেই ২৫ রানে ৪ উইকেট নিয়ে গড়েছেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তিন বছর পর আবারও ৪ উইকেটের দেখা পেলেন এ অফস্পিনার। মিরাজের এমন বদলে যাওয়া পারফরম্যান্সের কারণ কিন্তু সাকিব আল হাসান। ভালো করার জন্য মিরাজকে ছোট্ট একটা টোটকা দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। সেই মতো বল করেই হাতে-হাতে ফল পাওয়া মিরাজের।

দীর্ঘদিন পর ফর্মে ফেরার আসল রহস্যও জানালেন মিরাজ। সাকিব আল হাসানের পরামর্শই তাকে প্রথম ওয়ানডের হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করেছে, ‘আমি জুনিয়র খেলোয়াড় হিসেবে সাকিব ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি। প্রথম ম্যাচে কিন্তু আমি ভালো বোলিং করতে পারিনি। সাকিব ভাই দুটো কথা বলেছেন, সেই দুটি কথাই আমার অনেক কাজে লেগেছে। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে লেগ মিডলে বোলিং করার পরামর্শ দিয়েছিলেন সাকিব ভাই। তার কথা শুনে আমি সেটাই করে সাফল্য পেয়েছি। এই ছোট ছোট বিষয়গুলো ম্যাচে অনেক সাহায্য করে।

প্রথম ম্যাচে আশানুরূপ পারফরম না পাওয়ায় চাপে ছিলেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতেও হতাশাজনক কিছু হলে একাদশে জায়গা হারাতে হতো থাকে। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। তবুও দলের ভালোর জন্য এই প্রতিযোগিতাকে স্বাগত জানাচ্ছেন মিরাজ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা থাকবেই। আমি যদি এখানে ভালো না করি আরেকটা খেলোয়াড়ের জন্য আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। এখন প্রতিযোগিতা অনেক বেশি। খেলোয়াড়দের সেই প্রতিযোগিতায় লড়তে হচ্ছে। কিন্তু আমার কাছে প্রতিযোগিতাটা আমার নিজের সঙ্গেই। আমি সব সময় চেষ্টা করি নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার।’

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে