ঢাকাঃ করোনা পরিস্থিতির মধ্যেই চলতি বছরে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, এ আসর শুরু হবে ফেব্রুয়ারিতে।
২০ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
করোনার কথা মাথায় রেখে বাড়ানো হয়নি ভেন্যু, ম্যাচগুলো তাই আয়োজন করা হবে দুই ভেন্যু করাচি ও লাহোরে। করোনা পরিস্থিতি বিচার করে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যালারিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ৫ জানুয়ারি পিএসএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে পিসিবি। সেই তালিকায় বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন ইমরান তাহির, কলিন ইনগ্রাম, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলি, ডেভিড মালান, টম ব্যান্টন, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, থিসারা পেরেরা, ইসুরু উদানা, ক্রিস লিন ও সন্দীপ লামিচানে।
আগামীনিউজ/নাসির