Dr. Neem on Daraz
Victory Day

ক্যারিবীয় শিবিরে করোনার হানা!


আগামী নিউজ | খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১, ০৭:২৩ পিএম
ক্যারিবীয় শিবিরে করোনার হানা!

সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন পেস অলরাউন্ডার রোমারিও শেফার্ড। কিন্তু বাংলাদেশে আসার আগে করোনা পজিটিভ হয়েছেন তিনি। যার কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে কিওন হার্ডিংকে।

 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ‘বাংলাদেশ সফরের আগে দলে সুযোগ পাওয়া সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় রোমারিও শেফার্ড বাদে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।’

শেফার্ডের পরিবর্তে সুযোগ পাওয়া কিওন হার্ডিং একজন পেসার। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তিনি এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণি, ২০টি লিস্ট ‘এ’ ও একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে