Dr. Neem on Daraz
Victory Day

শুভ সূচনা জাহানারাদের


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০, ০৯:৪০ এএম
শুভ সূচনা জাহানারাদের

সংগৃহীত ছবি

ঢাকাঃ জয় দিয়েই নারী আইপিএল খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু জাহানারা আলমদের ভেলোসিটির। উদ্বোধনী ম্যাচে বল হাতে চার ওভারে ২৭ রানে ২ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম। 

গতকলদ বুধবার (৪ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে সুপারনোভাসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভেলোসিটি। আগে ব্যাট করতে নেমে জায়াগাঙ্গানির ৪৪ আর অধিনায়ক হারমনপ্রীত কৌরের ৩১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১২৬ রান করে সুপারনোভাস।  ভেলোসিটির হয়ে দুই উইকেট শিকার করেন জাহানারা আলম।  তিন উইকেট নেন একতা বিসতে। 

জবাবে পাঁচ উইকেট হারিয়ে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভেলোসিটি।  দলের জয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন সুন লুস।  এছাড়া ৩৪ রান করেন সুষমা ভার্মা।  ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি জাহানারা আলমের।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে