Dr. Neem on Daraz
Victory Day

২১ পদের ১৪ জনই সালাউদ্দিন প্যানেলের


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ০৯:৩২ পিএম
২১ পদের ১৪ জনই সালাউদ্দিন প্যানেলের

ছবি সংগৃহীত

ঢাকাঃ সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী মো. সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। দাপট দেখিয়ে ২১ পদের ১৪ পদে জয় পেয়েছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ছয়টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি সমান ৬৫ টি ভোট পেয়েছেন। তাই একটি পদে আগামী (৩১ অক্টোবর) আবার ভোট নেয়া হবে।

প্রধান ছয়টি পদের পাঁচটিই রয়েছে সম্মিলিত পরিষদের দখলে। সদস্য পদ জিতেছে ৯টি। সভাপতি পদে কাজী সালাউদ্দিন ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। 

অন্যদিকে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট। বাকি দুইজনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
৯১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী সালাম মুর্শেদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ আসলাম পান ৪৪ ভোট। 

সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন আট জন। জয়ী হয়েছেন ইমরুল হাসান ও কাজী নাবিল আতাউর রহমান ভূঁইয়া মানিক। ৮৯ ভোট পেয়েছেন ইমরুল, নাবিল পেয়েছেন ৮১ ভোট আর মানিক পেয়েছেন ৭৫ ভোট। প্রত্যেকেই সম্মিলিত পরিষদের।

একই পদে শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১ ভোট পেয়েছেন। আমীরুল ইসলাম বাবু ৫৬ ও ৪৮ ভোট পেয়েছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। সম্মিলিত পরিষদের হয়েও বাবু হেরে গেছেন। সমন্বয় পরিষদের হয়ে লড়েছিলেন মারুফ হাসান ও রেদুয়ান।

সদস্য পদে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন 
জাকির হোসেন চৌধুরী (৮৭), বিজন বড়ুয়া (৮৫), নুরুল ইসলাম নুরু (৮৪), মাহিউদ্দিন আহমেদ সেলিম (৮৪), সত্যজিৎ দাশ রুপু (৭৬), ইলিয়াস হোসেন (৭৫), ইমতিয়াজ হামিদ সবুজ (৭৪), মাহফুজা আক্তার কিরণ (৭০) ও হারুনুর রশিদ (৭০)।

সম্মিলিত পরিষদ থেকে যে ছয় জন সদস্য পদে হেরেছেন
ইকবাল হোসেন (৬৭), আসাদুজ্জামান মিঠু (৬৭), অমিত খান শুভ্র (৫২), সৈয়দ রিয়াজুল করিম (৪৯) ও শওকত আলী খান জাহাঙ্গীর (৩৯)। 

সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে বিজয়ী ছয় জন হলেন
আবদুল ওয়াদুদ পিন্টু (৮৬), আরিফ হোসেন মুন (৮৫), টিপু সুলতান (৮১), আমের খান (৬৯), সাইফুল ইসলাম (৬৯) ও মহিদুর রহমান মিরাজ (৬৮)।

সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে হেরেছেন যারা
মনজুরুল আহসান (৪০), সৈয়দ মোস্তাক আলী মুকুল (৪৩), মিজানুর রহমান (৪৪), সাব্বির হোসেন (৪৪), হাসানুজ্জামান খান (৬৫), ইমতিয়াজ সুলতান জনি (৬৬), আনম আমিনুল হক মামুন (৫০), ফজলুর রহমান বাবুল (৫১) ও শাকিল মাহমুদ চৌধুরী (৫২)।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে যারা হেরেছেন
মো. রায়হান কবির নোমি নোমান (৫),  মো. রফিক (৯), সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন (২২) ও সাইফুর রহমান মনি (২৭)।

বাফুফের নির্বাচনে বিদায়ী কমিটির যারা হেরেছেন
সভাপতি পদে বাদল রায় (গতবার ছিলেন সহ-সভাপতি), সহসভাপতি পদে আমীরুল ইসলাম বাবু (গতবার ছিলেন সদস্য), সদস্য পদে হেরেছেন ফজলুর রহমান বাবুল, শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র ও ইকবাল হোসেন।

২১ পদে সালাউদ্দিন প্যানেলেরই ১৪ জন : 
সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক।

সদস্য- জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে