Dr. Neem on Daraz
Victory Day

কাউন্সিলররা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন: মানিক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ১০:৫০ এএম
কাউন্সিলররা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন: মানিক

ছবি সংগৃহীত

ঢাকাঃ আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। গতকাল শনিবার (০৩অক্টোম্বর) অনুষ্ঠিত নির্বাচনে দুই সাবেক ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে বিশাল ব্যবধানে পেছনে ফেলেন সবশেষ ১২ বছর বাফুফের শীর্ষ পদে থাকা সালাউদ্দিন। 

তবে এই ফলকে জনগনের প্রত্যাশার বিপক্ষে বলে মন্তব্য করেছেন মানিক।  

দেশের অন্যতম শীর্ষ এই কোচ ফলাফলের পর গণমাধ্যমকে বলেন- ‘সালাউদ্দিন ভাইয়ের বিপক্ষে জনগণের রায়। তাই বলব, আশার বিপক্ষে একটি রায় হয়েছে।’

জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন মানিক। কাউন্সিলররা তার পক্ষে বলে দাবি করেন। তবে নির্বাচনে তা পরিলক্ষিত হয়নি। বেসরকারি ফল বলছে, মাত্র ১ ভোট পেয়েছেন সাবেক এই ফুটবলার।

ফলাফলের পর মানিক বললেন, কাউন্সিলরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, ‘এই ফল অনাকাঙ্ক্ষিত। সম্মানিত কাউন্সিলররা ভোটিংয়ের মাধ্যমে যে ফল দিয়েছেন, আমি মনে করি তাদের দায়বদ্ধতা আগেও ছিল না। ফুটবলের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন কাউন্সিলররা।’

এই ফলাফলের পর বাফুফের চেয়ে কাউন্সিলরদের দায়বদ্ধতাই এখন বেশি দেখেন মানিক।

মানিকের সভাপতি পদে প্রার্থী হওয়াই ছিল চমক জাগানিয়া ঘটনা। একেবারেই আলোচনার বাইরে থেকে প্রার্থী হন তিনি।

নির্বাচনে ভরাডুবি হওয়া কোচিং জীবনে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে বললেন, ‘আমি ফুটবলের লোক। পরাজয় হলে, ফাইনালে হেরে গেলে, পরের দিনই আমাকে খেলা নিয়ে ভাবতে হয়। পরের টুর্নামেন্ট নিয়ে ভাবি। এটাই আমাকে করতে হবে।’

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে