Dr. Neem on Daraz
Victory Day
প্রতিপক্ষকে

গোলবন্যায় ভাসালো বায়ার্ন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৯:২৩ এএম
গোলবন্যায় ভাসালো বায়ার্ন

ছবি সংগৃহীত

ঢাকাঃ নতুন মৌসুমের শুরুতে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে শালকেকে উড়িয়ে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে হান্স ফ্লিকের দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল শুক্রবার(১৮সেপ্টম্বর) জার্মানির শীর্ষ লিগের ২০২০-২১ আসরের উদ্বোধনী ম্যাচটি ৮-০ গোলে জিতেছে বায়ার্ন। বুন্ডেসলিগার ইতিহাসে কোনো আসরের প্রথম সপ্তাহে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

জিনাব্রির তিন গোল ছাড়া একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা।

ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ এক গোলে জিনাব্রি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। ৩১তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন লেভানদোভস্কি। ডি-বক্সে পোলিশ এই স্ট্রাইকার ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বায়ার্ন।

বিরতির পর প্রথম ১৪ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জিনাব্রি। পরে মুলার, সানে ও বদলি নামা ১৭ বছর বয়সী মুসিয়ালার গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে