Dr. Neem on Daraz
Victory Day
কৃঞ্চ কাউলের দাবি

আইপিএলের থিম সং চুরি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০, ০২:২৮ পিএম
আইপিএলের থিম সং চুরি

ছবি সংগৃহীত

 ঢাকাঃ করোনার প্রকোপের মাঝখানেই শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। ভারতের বদলে আইপিএল অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। মাত্র সপ্তাহখানেক পরই মাঠে গড়াবে এবারের আসর। তবে এবার আইপিএল শুরুর আগেই গুরুতর এক অভিযোগ উঠেছে। এবারের সংস্করণের অফিশিয়াল থিম সং নাকি চুরি করা!

গত রবিবার এক টুইটে এবারের আসরের থিম সংয়ের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দেয় তারা। এই গানে রয়েছে সাম্প্রতিক করোনা-কালের প্রতিচ্ছবি। ‘আয়েঙ্গে হাম ওয়াপস’ নামে এই গানের কথাগুলো করোনা ভাইরাস মহামারি থেকে ঘুরে দাঁড়ানোর পক্ষে প্রেরণাদায়ক।

 অভিযোগটা তুলেছেন দিল্লির র‌্যাপ গায়ক কৃঞ্চ কাউল। ২০১৭ সালে ‘দেখ কউন আয়া ওয়াপস’ নামে একটি গান গেয়েছিলেন তিনি। গানের কথা ও সুর তার করা। ২০১৭ সালের মার্চে এটি ইউটিউবে ছাড়ার পর ভিউসংখ্যা ৭ লাখ পেরিয়ে গেছে। কৃঞ্চের অভিযোগ তার সেই গান থেকে চুরি করা হয়েছে এবার আইপিএলের থিম সং। মানে কৃঞ্চের গান নকল করে বানানো হয়েছে এবার আইপিএলের থিম সং। গত রবিবার থিম সং ছাড়ার টুইটের ক্যাপশনে বিসিসিআই লিখেছে, ‘আঘাত যত বড়, ঘুরে দাঁড়ানোও তত শক্তিশালী।’

র‌্যাপ গায়ক কৃঞ্চ পরের দিনই টুইট করেন চুরির অভিযোগ তুলে, ‘আমার ‘‘দেখ কউন আয়া ওয়াপস” গান থেকে চুরি করে এবারের থিম সং “আয়েঙ্গে হাম ওয়াপস” বানিয়েছে আইপিএল। এ জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। সতীর্থ শিল্পী ও বন্ধুমহলকে অনুরোধ করছি এই টুইটটি রি-টুইট করুন, এভাবে ওরা পার পেয়ে যেতে পারে না।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গণমাধ্যম বিভাগ দেশটির সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’কে জানিয়েছে, চুরির অভিযোগ নিয়ে কোনো তথ্য পাননি তারা।

আগামীনিউজ/জেহিন ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে