Dr. Neem on Daraz
Victory Day

ডাচদের বিরুদ্ধে ইতালির জয়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০, ০৯:৩০ এএম
ডাচদের বিরুদ্ধে ইতালির জয়

ছবি সংগৃহীত

 ঢাকাঃ নেদারল্যান্ডসকে তাদের মাঠে হারিয়ে উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে ইতালি।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার প্রতিযোগিতার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে রবের্তো মানচিনির দল। নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করেছিল তারা।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না ইতালি। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পায় ২০০৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ইম্মোবিলের ক্রসে বুলেট গতির হেডে জাল খুঁজে নেন নিকোলো বারেল্লা।

বিরতির পর ৫৫তম মিনিটে ভিনালডামের বাড়ানো বলে ডনি ফন ডি বিকের শট সমতায় ফেরাতে পারেনি নেদারল্যান্ডসকে। শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল দু’দলই। মেমফিস ডিপাইয়ের সাইড ভলি হয় লক্ষ্যভ্রষ্ট। উড়িয়ে মেরে হতাশ করেন ইতালির মইজে কেন।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে