Dr. Neem on Daraz
Victory Day

আমি মারা যাইনি, গুঞ্জনের পর টুইট বার্তায় ইরফান


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২০, ১২:১৫ পিএম
আমি মারা যাইনি, গুঞ্জনের পর টুইট বার্তায় ইরফান

মোহাম্মদ ইরফান

ঢাকা: সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মোহাম্মদ ইরফান। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানি পেসার নিশ্চিত করেছেন, মারা যাননি। তিনি সুস্থ আছেন। 

ইরফান তার অফিসিয়াল টুইটারে লেখেন, ‘কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের আউটলেটে সড়ক দূর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে পড়ে। এসব আমার পরিবার এবং বন্ধুদের বর্ণনাতীতভাবে বিরক্ত করেছে, এবং এর জন্য আমার অসংখ্য কল আসছে। দয়া করে এমন বিষয়গুলোকে আত্মদমন করুণ। আমার কোনো দূর্ঘটনা হয়নি এবং আমরা সুস্থ আছি।’ 

কয়েকদিন আগে পাকিস্তান বধির দলের ক্রিকেটার মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু  ভুলভাবে সবাই মনে করে, জাতীয় দলের পেসার ইরফান মারা গেছেন। আর তাতেই বাধে বিপত্তি। 

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দীর্ঘাঙ্গী ক্রিকেটার হিসেবে পরিচিত ইরফানকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ দেখা গেছে নভেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে। পাকিস্তানের হয়ে তিনি ৪টি টেস্ট ও ৬০টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ১০৯ উইকেট শিকার করেছেন তিনি।  সূত্র: হিন্দুস্তান টাইমস

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে