Dr. Neem on Daraz
Victory Day

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাট নিলামে তুলছেন মুশফিক


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০, ০৫:০০ পিএম
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাট নিলামে তুলছেন মুশফিক

দেশের ক্রিকেটার হিসেবে টেস্টে তার ব্যাটে ভর করেই প্রথম ডাবল সেঞ্চুরিটি এসেছে। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এতদিনের আগ্লে রাখা সেই ডাবল সেঞ্চুরির বেটটি নিলামে তুলছেন মুশফিকুর রহিম। 

রোববার (এপ্রিল ১৯) গণমাধ্যমে মুশফিক বিষটি নিশ্চিত করেছেন। কোনো এক অনলাইন মাধ্যমে ব্যাটটি নিলামে তুলবেন মুশফিক। যেখানে ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। ২০০ করেই মুশফিক আউট হয়েছিলেন।

এ নিয়ে মুশফিক বলেন, ‘ব্যাটটি অবশ্যই আমার কাছে স্পেশাল হয়ে আছে। এই ব্যাট দিয়েই এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে, চাইলেও অনেকের এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম তো একজনই হয়, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই পছন্দের একটি ব্যাট এটি। কিন্তু জীবনের চেয়ে তো আর বড় কিছু হতে পারে না। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার এই ত্যাগের কারণে যদি অন্য মানুষের উপকার হয়, এই খারাপ সময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া।’

আগামী নিউজ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে