ঢাকা : জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মাঠে গড়াল বাংলাদেশ-ভারত ব্লাইন্ড ফুটবল প্রীতি ম্যাচ। বুধবার (১১ মার্চ) পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দুই ম্যাচ সিরিজের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
এদিন বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন প্রসেনজিত আদো। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত ব্লাইন্ড ফুটবল দল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), রেডিও টুডের হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্টা ড. মাহফুজুর রহমান।
আগামীনিউজ/জাকিউল