Dr. Neem on Daraz
Victory Day

ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টাইনে


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১০:৪২ এএম
ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টাইনে

ঢাকা : আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টিনে আছেন বলে নিশ্চিত করেছে ক্লাবটি, গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই আর্সেনালের ফুটবলারদের আলাদা করা হয়েছে।

এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ২ সপ্তাহ আগে আর্সেনাল ও অলিম্পিয়াকোসের একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা। মারিনাকিস নটিংহাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার তার কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে।

আর্সেনাল ক্লাব একটি বিবৃতিতে বলে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন কোয়ারেন্টিনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।

‘এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪দিন আলাদা করে রাখতে হবে।’

খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফ আছেন যারা মারিনাকিসের কাছে বসেছিলেন তাদেরও ১৪দিন ঘরে রাখা হচ্ছে। আর্সেনালের ১৪দিনের এই সময় শেষ হবে শুক্রবার এবং ব্রাইটনের সাথে ১৪ই মার্চ তারা মাঠে নামতে পারবে বলে ক্লাব বলছে।

ফ্রান্সের একটি সংবাদমাধ্যম এল ইকুইপ বলছে কিলিয়ান এমবাপেকে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করা হচ্ছে। স্প্যানিশ ফুটবল লিগের সকল খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া খেলা হবে বলে মঙ্গলবার জানা গেছে। ২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।

ওদিকে করোনাভাইরাস সংক্রমণ যাতে না হয় এই ব্যবস্থা নিতে বাংলাদেশে হতে যাওয়া শ্যুটিং ও আর্চারির বেশ কয়েকটি আয়োজন আপাতত স্থগিত হয়েছে। আর্চারির সলিডারিটি গেমস আয়োজন অন্তত বছরের শেষ পর্যন্ত পেছানো হয়েছে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন চৌধুরি চপল।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে এরই মধ্যে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেই ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার বুধবার রাতের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে