Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্কের মধ্যেই মারা গেল ফুটবলার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ১২:২৬ পিএম
করোনা আতঙ্কের মধ্যেই মারা গেল ফুটবলার

ছবি সংগৃহীত

ঢাকা : বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই মারা গেল এক ফুটবল খেলোয়াড়। তবে চিনেমে মার্টিন্স নামের নাইজেরিয়ান প্রিমিয়ার লিগের দল নাসারাওয়া ইউনাইটেডের এই ডিফেন্ডার মারা গেছেন অন্য কারণে।  

গেল রবিবার নাইজেরিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন চিনেমে মার্টিন্স। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ক্লাবটির চেয়ারম্যান আইসাক দানলাদি ইএসপিএনকে বলেন, “খেলার সময় সে মাঠে লুটিয়ে পড়ে। তখনই তাকে দালহাতু আরাফ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে মারা যায়।”
 
আইসাক দানলাদি আরো বলেন, “নাইজেরিয়ান ফুটবলের জন্য এটি একটি দুঃখের দিন এবং আমরা শোকাহত।”

তবে ফুটবল খেলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়েন ফো। 

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে