Dr. Neem on Daraz
Victory Day

খোলা মনে পারফর্ম করতে বললেন মাহমুদউল্লাহ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ০৭:২৫ পিএম
খোলা মনে পারফর্ম করতে বললেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

ঢাকা : টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সোমবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টি শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মাহমু্দউল্লাহ তার আগে সংবাদ সম্মেলেন জানিয়েছেন, তিনি সবার জন্য একটা সুস্থির ব্যাটিং অর্ডার নিশ্চিত করতে চান।

অর্থাৎ ব্যাটিং অর্ডারে তেমন ওলট পালট চান না। মাহমুদউল্লাহর কথায়,‘ ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, যে যেখানে ব্যাটিং করুক সে সুস্থির একটা ব্যাটিং অর্ডার পাবে, যেন খোলা মন নিয়ে পারফরম করতে পারে।’

টি-টোয়েন্টিতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রায়ই চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে হয়। মাহমুদউল্লাহ বলেন,‘ আমি মনে করি, বিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ্। যে যেখানেই ব্যাটিং করুক সেটা তিন হোক, চার হোক, পাঁচ হোক, ছয় হোক বা সাত হোক তারা যেন তাদের নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী ওইভাবে চিন্তা করতে পারে এবং ওইভাবে ব্যাটিং করতে পারে। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভূমিকা সম্পর্কে জানা থাকলে কাজ অনেকটা সহজ হয়।’

এরপর মাহমুদউল্লাহ যোগ করেন,‘ সাত নম্বরে বা ছয় নম্বরে ব্যাটিং করলে কম সময় পাওয়া যায়। তো বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়-সাতে ব্যাটিং করাটা কঠিন। টপ অর্ডারে কিছুটা সময় পেতে পারেন কিন্তু পাঁচ-ছয়-সাতে সময় কম পাওয়া যায়। তো এই জিনিসগুলো বিবেচনা করা হবে, আমার মনে হয় টিম ম্যানেজমেন্টও সাপোর্ট করবে।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে