Dr. Neem on Daraz
Victory Day

মাশরাফির দেখানো রাস্তায় হাঁটতে চাইছেন মাহমুদউল্লাহ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ০৭:০৯ পিএম
মাশরাফির দেখানো রাস্তায় হাঁটতে চাইছেন মাহমুদউল্লাহ

সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহমুদউল্লাহ। ছবি: বিসিবি।

ঢাকা : অধিনায়কত্বের পাঠ শেষ করে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে এখন কে দায়িত্ব নেন তা নিয়েই চলছে জল্পনা। এটা ঠিক যে যেই অধিনায়কের গুরু দায়িত্ব নিক সেই মাশরাফিকে অনুসরণ করার চেষ্টা করবে। কারণ নড়াইল এক্সপ্রেস বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। বাংলাদেশ দলকে গেঁথেছিলেন এক সুতোয়।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও চাইছেন অধিনায়ক মাশরাফির মতো হতে। সোমবার (৯ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলে গেলেন,‘ মাশরাফি ভাই খুব ভালো উদাহরণ সৃষ্টি করে গেছেন। আমরা যখন একটু স্নায়ুর চাপে থাকতাম, একটু বেশি চিন্তা করতাম, তখন উনি আমাদের ঠান্ডা করে বোঝাতেন, বলতেন কীভাবে কী করা যায়...। এটা তাঁর সহজাত দক্ষতা। আমিও চেষ্টা করব দলকে সেভাবেই এগিয়ে নিতে।’

বাংলাদেশ দলে মাশরাফি যেভাবে কাজটা করেছেন সেটা মোটেও সহজ ছিল না। তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন মাহমুদউল্লাহ, ‘মাশরাফি ভাই যেভাবে সব সামলেছেন, তাঁর মতো এগিয়ে নিয়ে যাওয়া হবে কঠিন চ্যালেঞ্জের কাজ। তবে চ্যালেঞ্জ নেওয়ার বিকল্প কিছু তো নেই।’

মাশরাফি দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব আল হাসান না থাকায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য অধিনায়ক মাহমুদউল্লাহই। সেপ্টেম্বরে আছে টি-টোয়েন্টির এশিয়া কাপও। এই দুটি বড় টুর্নামেন্টে আসলে মাহমুদউল্লাহর জন্য বড় পরীক্ষাও।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে