Dr. Neem on Daraz
Victory Day

গণমাধ্যমকে ভীষণ মিস করবেন মাশরাফি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ১২:১১ পিএম
গণমাধ্যমকে ভীষণ মিস করবেন মাশরাফি

ছবি সংগৃহীত

ঢাকা : জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের কাঁধে চড়ে আন্তজার্তিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সেই সাথে দলনেতা হিসাবে শেষবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। জানালেন, সংবাদ সম্মেলন, প্রশ্নত্তোর, আড্ডা, ভীষণ মিস করবেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমি তো মনে করি গণমাধ্যম এক জিনিস, যে সব কিছু তুলে ধরে। মিডিয়াকে প্রতিপক্ষ ভাবলে সেটা আমার দুর্বলতা, অন্য কেউ ভাবলে সেটা তার দুর্বলতা। মিডিয়া যেটা দেখছে তুলে ধরছে। আমি মনে করি না মিডিয়া প্রতিপক্ষ। আপনি খারাপ কাজ না করলে মিডিয়া প্রতিপক্ষ না, পারফর্ম ভাল করলে মিডিয়া আপনার প্রতিপক্ষ না। আপনি ঠিকমতো শৃঙ্খলা মেনে চললে মিডিয়া আপনার প্রতিপক্ষ না। মানুষরাই আমাদের তারকা বানায়। আজকে লিটন বা তামিম, সাকিব যারাই আমাদের উঠে আসার পেছনে মিডিয়ারও অনেক বড় ভূমিকা আছে। ’

বিদায়ী অধিনায়ক বলেন,  ‘আমি সব সময় বলে এসেছি ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে বোর্ড, স্টাফ, মিডিয়া, গ্রাউন্ডসম্যানসহ আরও যারা যারা আছে, তাদের সঙ্গে একটু বিরতি হয়ে গেলে আমি মিস করি। এটাই নিয়ম। আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো। অন্যান্য দেশে দেখবেন ক্রিকেটারদের সঙ্গে বিরাট ব্যবধান থাকে। আমাদের কিন্তু এটা তৈরি হয়নি। এমনও হয়েছে আমরা ঘরের ভেতরেও আড্ডা দিয়েছি। আশা করি এটা থাকবে। ভালো সম্পর্ক এক জিনিস। পেশা আরেক জিনিস। পেশাদারিত্বের জায়গায় দৃঢ় থেকে সম্পর্ক বজায় রাখতে হবে।’

বাংলাদেশকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টি ম্যাচ জিতিয়ে বিদায় নেয়া অধিনায়ক মাশরাফির শেষ সংবাদ সম্মেলন হয়ে উঠল খানিকটা বিষাদময়। এই প্রথম বাংলাদেশের কোন অধিনায়কের সংবাদ সম্মেলন শেষে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানালেন সাংবাদিকরা।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে