Dr. Neem on Daraz
Victory Day

না খেলেই বিশ্বকাপের ফাইনালে ভারত


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১২:৪৮ পিএম
না খেলেই বিশ্বকাপের ফাইনালে ভারত

ছবি সংগৃহীত

ঢাকা : বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। গ্রুপে শীর্ষে থাকার কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) খারাপ আবহাওয়ার কারণে একটা বলও হয়নি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)। গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকায় নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়ে গেলেন হরমনপ্রীতরা। আর সেইসঙ্গে ইতিহাসে নাম লেখাল ভারতের নারী ক্রিকেট দল। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

গ্রুপ ‘এ’-তে চারটি ম্যাচ জিতে শীর্ষে ছিলেন হরমনপ্রীতরা। অপরদিকে, ইংল্যান্ড নেট রানরেটে এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারায় সুবিধা হয় ভারতের। সেটাই নির্ণায়ক হয়ে যায় এদিন। বৃষ্টির জন্য এদিন একটা বলও মাঠে গড়ায়নি। ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করায় নিয়ম অনুযায়ী ভারত পৌঁছে যায় ফাইনালে। 

তবে সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় ক্ষোভে ফুঁসছেন ইংলিশ ক্রিকেটাররা। অধিনায়ক হিথার নাইট জানিয়েছেন, ‘এভাবে বিশ্বকাপ অভিযান শেষ হবে ভাবতে পারছি না। সত্যিই হতাশাজনক। রিজার্ভ ডে থাকলে ভালো হতো। কিন্তু কী আর করা যাবে! দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের মাশুল দিতে হলো। কিন্তু শেষ চারে পৌঁছেছি আমরা, সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। খারাপ আবহাওয়ায় সেটা আর হলো না।’

এভাবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘এভাবে ম্যাচ বাতিল হওয়াটা সত্যিই অপ্রত্যাশিত। কিন্তু এটাই নিয়ম। ভবিষ্যতে রিজার্ভ ডে রাখলে উপকার হবে সবার। টুর্নামেন্টের শুরু থেকেই তাই সব ম্যাচ জেতার জন্য ঝাঁপিয়ে ছিলাম আমরা। নাহলে আমাদেরও ইংল্যান্ডের মতো হতাশার শিকার হতে হতো।’ বৃহস্পতিবারই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে