Dr. Neem on Daraz
Victory Day

১ ছক্কায় ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিলেন হার্দিক


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৩:০৫ পিএম
১ ছক্কায় ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিলেন হার্দিক

ছবি সংগৃহীত

ঢাকা : পিঠে অস্ত্রোপচারের পর চোটমুক্ত হয়েও ফিটনেস পরীক্ষায় ফেল করে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান এই অলরাউন্ডার। সেই লক্ষ্যে মুম্বাই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ছক্কায় মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন হার্দিক।  

১৬তম ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ সি-তে ক্যাগের বিপক্ষে রিলায়েন্স-১ এর হয়ে খেলেন হার্দিক। মাত্র ৩৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে হার্দিক আটটি বাউন্ডারি এবং ১০টি ছক্কা মারেন। 

ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘এটি আমার জন্য দুর্দান্ত (প্ল্যাটফর্ম)। আমি প্রায় ছয় মাস খেলা থেকে দুরে ছিলাম। টুর্নামেন্টে এটি আমার দ্বিতীয় ম্যাচ। ফিটনেসের পরীক্ষা দেয়ার জন্য এটি একটি ভাল প্ল্যাটফর্ম। এই পারফরম্যান্সে আমি খুশি।’

চোটে পড়ার আগে ভারতীয় দলের একজন অপরিহার্য সদস্য ছিলেন হার্দিক।  অস্ত্রোপচারের পরে পুরো ফিটনেস ফিরে পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন রি-হ্যাবে থাকেন।

আইপিএল শুরু হওয়ার আগে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেবে প্রোটিয়ারা। ১২ মার্চ হিমাচল প্রদেশের ধরমশালায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে লখনউ (১৫ মার্চ) ও কলকাতায় (১৮ মার্চ)।  

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে