Dr. Neem on Daraz
Victory Day

লিভারপুলের ‘ট্রেবল’ জয়ের সুযোগ হাতছাড়া


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১১:৫৯ এএম
লিভারপুলের ‘ট্রেবল’ জয়ের সুযোগ হাতছাড়া

ছবি সংগৃহীত

ঢাকা : মোহাম্মদ সালাহ, সাদিও মানে আর রবার্তো ফিরমিনোদের দাপটে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল লিভারপুল। ধীরে ধীরে ট্রেবল জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু চলতি মৌসুমে টানা ৪৪ জয়ের পর গেল শনিবার ওয়াটফোর্ডের কাছে ধরাশয়ী হয় অলরেডরা। এবার ট্রেবল জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে চেলসির কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল ইংলিশ জায়ান্টরা।  

গেল রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হেরে এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে ছিটকে পড়ল লিভারপুল। অপরদিকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে চেলসি।

এদিন ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ‘ব্লুজ’রা। চেষ্টা করেও উইলিয়ানের জোড়াল শট ঠেকাতে ব্যর্থ হন লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ান। স্প্যানিশ এই গোলরক্ষকের হাতে লেগে বল চলে যায় জালে।

৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফেলে চেলসি। এবার দূরপাল্লার শটে আদ্রিয়ানকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার রস বার্কলি। দুই গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ফলে আরও একবার এফএ কাপ শিরোপা জয়ের পথে এগিয়ে গেলো চেলসি।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘এই তিন সপ্তাহ যে খুব ভালো কেটেছে তা বলব না। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আর সে উন্নতির শুরুটা আমরা আগামী শনিবার থেকেই করতে চাই।’

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে